অ্যাকসেসিবিলিটি লিংক

যে কোনো আমেরিকানের ওপর হামলা সবার ওপর হামলার সামিল - ওবামা


Obama Orlando shooting
Obama Orlando shooting

রবিবার খুব ভোরে ফ্লোরিডা রাজ্যের অর্ল্যান্ডতে একটি নৈশক্লাবে এক বন্দুকধারী গুলি চালিয়ে ৫০ জনকে হত্যা করে। আফগান বংশদ্ভূত আমেরিকান নাগরিক ওমার সিদ্দিকী মতিনকে বন্দুকধারী হিসেবে শনাক্ত করা হয়েছে। পুলিশ ঐ ভবনটিতে চড়াও হয়ে ক্লাবের আটকে পড়া অতিথিদের উদ্ধার করে ও বন্দুকধারীকে গুলি করে হত্যা করে। আহত হয়েছে ৫৩ জন। কেন্দ্রীয় তদন্ত ব্যুরো এফবিআই-এর এক কর্মকর্তা বলেন, ব্যাপক হত্যাকান্ডের ওই ঘটনাকে সন্ত্রাসী ঘটনা হিসেবে তদন্ত করা হচ্ছে। প্রেসিডেন্ট বারাক ওবামা ঐ হামলা সম্পর্কে বলেন, এটি আমেরিকার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ হত্যাকান্ড যেখানে গুলি করে এতগুলো মানুষ মারা হয়েছে। তিনি বলেন, কোনো সন্ত্রাস বা ঘৃণা আমাদের পরিচয় বদলাতে পারবে না। তিনি আরো বলেন, এটি মনে করিয়ে দেয়, যেকোনো আমেরিকানের ওপর হামলা আমাদের সবার ওপর হামলার সামিল। সমকামী ওই নৈশ ক্লাবের ফেসবুক পেজে মর্মান্তিক ওই ঘটনার ইঙ্গিত পাওয়া যায়। সেখানে রাত ২ টোয় বলা হয়, সবাই আপনারা ক্লাব থেকে বেরিয়ে যান এবং দৌড়োতে থাকুন। এর আগে এফবিআই-এর অ্যাসিসটেন্ট স্পেশাল এজেন্ট রনাল্ড হপার ইসলামিক সন্ত্রাসবাদের সঙ্গে গুলি চালনার ঘটনার সংশ্লিষ্টতা আছে কিনা, সেই প্রশ্নের জবাবে বলেন তদন্ত সংস্থা এই ইঙ্গিত পেয়েছে যে ওই ব্যক্তির বিশেষ কোন মতাদর্শের দিকে আগ্রহ ছিল।

XS
SM
MD
LG