অ্যাকসেসিবিলিটি লিংক

পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলে ড্রোন হামলায় হাক্কানী নেট ওয়ার্কের একজন শীর্ষ স্থানীয় কমান্ডারসহ ৬ জঙ্গী নিহত




পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলের কর্মকর্তারা বলছে, সন্দেহ করা হচ্ছে যুক্তরাষ্টের একটি ড্রোন হামলায় আফগানিস্তানের সীমান্ত বরাবর একটি উপজাতী এলাকায় অন্তত ৬ জন জঙ্গীসহ হাক্কানী নেট ওয়ার্কের একজন শীর্ষ স্থানীয় কমান্ডার মোল্লাহ সানগিন জাদরান নিহত হয়েছেন।

২০০১ সালে যুক্তরাষ্ট্র জাদরানকে সন্ত্রাসী বলে চিহ্নিত করে।

কর্তৃপক্ষ বলছে, ওয়াজারিস্তানের উত্তরে দরগা মান্দি এলাকায় শুক্রবার দুটি ক্ষেপনাস্ত্র আঘাত হেনেছে। ঐ এলাকাটি আল-কাইদার সংগে সংশ্লিষ্ঠ হাক্কানী নেট ওয়ার্কের একটি শক্তঘাঁটি।

ইসলামাবাদে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণাল হামলার নিন্দা জানিয়েছে --- বলছে এই হামলা পাকিস্তানের সার্বভৌমত্ব লংঘন করে।

তবে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেন, বিদ্রোহীদের দমনে এই হামলার প্রয়োজন আছে। যুক্তরাষ্টের ড্রোন হামলা পাকিস্তানে আদোও গ্রহণ যোগ্য নয়।

সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্র ড্রোন হামলা কমিয়েছে।
XS
SM
MD
LG