অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয়ায় বিমান হামলায় ১৬ জন নিহত


ব্রিটেন ভিত্তিক নজরদারি সংস্থা , সিরিয়ান অবজারভেটারি ফর হিউমান রাইটস বলছে যে, বিদ্রোহী নিয়ন্ত্রিত সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর ইদলিবের একটি কারাগারের উপর বিমান আক্রমণে কমপক্ষে ১৬ জন প্রাণ হারায়।

অবজারভেটারি বলছে তাদের কাছে খবর আছে যে নিহতেদর মধ্যে কেউ কেউ বিমান অভিযানে চলাকালে পালানোর সময়ে তাদেরকে কারাগারের কর্মীরা গুলি করে।

ইদলিব হচ্ছে বিরোধীদের শক্ত ঘাঁটি যেখানে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সমর্থনে রুশ সৈন্যরা বিমান আক্রমণ চালিয়ে থাকে।

২০১১ সাল থেকে এ পর্যন্ত সিরিয়া সংঘাতে চার লক্ষ লোক নিহত হয়েছেন , আহত হয়েছেন দশ লক্ষের ও বেশি লোক এবং দেশের মোট জনসংখ্যার অর্ধেক লোকই বাস্তুচ্যুত হয়েছেন।

XS
SM
MD
LG