অ্যাকসেসিবিলিটি লিংক

প্রচলিত ধারনার চেয়ে ধুমপানে স্বাস্থ্যের অনেক বেশী ক্ষতি হয়


ধুমপানের ক্ষতি নিয়ে প্রচলিত ধারনার চেয়ে এতে স্বাস্থ্যের অনেক বেশী ক্ষতি হয় বলে নতুন রিপোর্ট বেরিয়েছে যুক্তরাস্ট্রের সার্জন জেনারেলের কাছ থেকে।

ধুমপান ফুসফুস ক্যান্সারের কারন, সার্জন জেনারেলের যুগান্তকারী সেই রিপোর্টের ৫০তম বার্ষিকী উপলক্ষ্যে শুক্রবার এই নতুন রিপোর্টটি প্রকাশিত হয়।

নতুন রিপোর্টে বলা হয় ধুমপানে যকৃত এবং কলোরেক্টাল ক্যান্সার, ডায়াবেটিকস, বাত এমনকি যৌন দুর্বলতা জাতীয় রোগ হতে পারে।

ধুমপান ক্ষতিকর, ১৯৬৪ সালের এই ঘোষণার পর ধুমপান ৪২ শতাংশ থেকে ১৮ শতাংশে নেমে আসে।

সার্জন জেনারেল বরিস লাশনিয়াক বলেন ২০২০ সাল নাগাদ ধুমপান ১২ শতাংশে নামিয়ে আনার লক্ষ্যে কাজ করছেন তারা। গত ৫০ বছরে ধুমপানে যুক্তরাস্ট্রে ২ কোটি মানুষ মারা গেছে।
XS
SM
MD
LG