অ্যাকসেসিবিলিটি লিংক

দক্ষিন কোরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে মুন জায় ইন জয়লাভ করেছেন


দক্ষিন কোরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে প্রাথমিক ভোট গননায় লিবারেল ডেমোক্রেটিক পার্টি অব কোরিয়ার নেতা মুন জায় ইন জয়লাভ করেছেন।

কোরিয়ান গনমাধ্যম KBS, MBC and SBS এর জরিপ অনুসারে মুন ৪১ শতাংশ ভোট পেয়ে জিতেছেন। নির্বাচনের আগে মতামত জরিপে মুন অপর ১৩ জন প্রার্থীর চেয়ে ২০ শতাংশ এগিয়ে ছিলেন।

সাবেক প্রেসিডেন্ট পার্ক গিউন হাইয়ের বিরুদ্ধে দুর্নীতি স্বজনপ্রীতিসহ বিভিন্ন অভিযোগ ওঠার পর জনগনের বিক্ষোভে জাতীয় সংসদ অনাস্থার মাধ্যমে তাকে ক্ষমতা থেকে অপসারণ করে এবং নতুন নির্বাচন ঘোষণা করে।

জাতীয় নির্বাচন কমিশন বলেছে ৪ কোটি ৪০ লক্ষ নিবন্ধিত ভোটারের মধ্যে ৮০ শতাংশ ভোটার ভোট দিয়েছেন যা ১৯৯৭ সালে প্রেসিডেন্ট কিম দায়-জুং এর নির্বাচনের পর থেকে সর্বোচ্চ ভোটার উপস্থিতি। ঐ বছর ৮০.৭ শতাংশ ভোট পড়েছিল।

মুনের প্রতিদ্বন্দ্বীদের মধ্যে Liberty Korea Party প্রার্থী Hong Joon-pyo ২৩ শতাংশ ভোট পেয়েছেন আর People’s Party candidate প্রার্থী Ahn Cheol-soo পেয়েছেন ২১ শতাংশ ভোট।

XS
SM
MD
LG