অ্যাকসেসিবিলিটি লিংক

সংসদ সোমালী প্রধানমন্ত্রীকে বরখাস্ত করেছে


সোমালীয়ার সংসদ, দেশের প্রধানমন্ত্রীকে বরখাস্ত করার পক্ষে ভোট দিয়েছে। এতে সরকারে
এক বছরের বিরল স্থিতিশিলতার অবসান হলো।

প্রধানমন্ত্রী আব্দী ফারাহ শিরডন সোমবার সংসদে অনাস্থা ভোট পান।
১৮৪-৬৫ ভোটে তিনি হেরে যান। তাৎক্ষনিক তার স্থালাভিষিক্তের নাম ঘোষণা করা হয়নি।

প্রেসিসিডেন্ট হাসান শেখ মাহমুদ তিন সপ্তাহ আগে শিরডনকে পদত্যাগ করতে বলেন কারণ তিনি মনে করেন শিরডন কার্যকর নন। প্রধানমন্ত্রী ওই আহবান প্রত্যাখ্যান করেন এবং সংসদকে হস্তক্ষেপ করতে বলেন।

প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী ১২ মাসের একটু বেশি সময় আগে ক্ষমতায আসেন জাতিসংঘ সমর্থিত এক প্রক্রিয়ার অধীনে। দু দশক ধরে সংঘাত আর বিশৃঙ্খল পরিস্থিতির অবসানের লক্ষ্যে ওই পদক্ষেপ নেওয়া হয়েছিলো।
XS
SM
MD
LG