অ্যাকসেসিবিলিটি লিংক

মোগাদিশু হোটেলে মারাত্মক আক্রমণের দায় স্বীকার করেছে আল শাবাব


A Somali policeman runs through the wreckage outside the Sahafi Hotel in Mogadishu, Somalia, Nov. 1, 2015.
A Somali policeman runs through the wreckage outside the Sahafi Hotel in Mogadishu, Somalia, Nov. 1, 2015.

রবিবার মোগাদিশুতে একটি হোটেলে মারাত্মক আক্রমণের দায় স্বীকার করেছে, সোমালী চরমপন্থী গ্রুপ আল শাবাব। ওই আক্রমণে অন্তত ১১জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে আছেন হোটেলের মালিক, একজন সামরিক কম্যান্ডার এবং একজন সাংবাদিক।

সোমালী নিরাপত্তা বিষয়ক মন্ত্রী আব্দুররিজাক ওমার মোহাম্মদ ভয়েস অফ আমেরিকাকে বলেছেন যে ৫/৬ জন আল শাবাব আক্রমণকারী দুটি গাড়ি বোমা ব্যবহার করে, সোমালিয়ার রাজধানীতে শাহাফি হোটেলের হামলায়। তিনি বলেন নিরাপত্তা বাহিনী সবকজন হামলাকারীকে হত্যা করেছে।

কর্তৃপক্ষ বলেছে ভবনের প্রবেশ পথে খুব ভোরে, চরমপন্থীরা গাড়ি বোমা বিস্ফোরিত করে। তার পরেই বন্দুকধারীরা হোটেলে ঢুকে যায়। সরকারী কর্মকর্তারা এবং ব্যবসা মহলের নির্বাহী কর্মকর্তারা ওই হোটেলে সবসময় যান। প্রত্যক্ষ্যদর্শীরা হোটেলের ভেতরে গুলি চালনার শব্দ শুনেছে।

XS
SM
MD
LG