অ্যাকসেসিবিলিটি লিংক

ইথিওপিয়ায় দক্ষিন সুদানের ভবিষ্যত সংক্রন্ত শান্তি আলোচনা



ইথিওপিয়ার রাজধানীতে দক্ষিন সুদানের সরকারী প্রতিনিধি এবং লড়াইরত বিদ্রোহী দলের মধ্যে শান্তি আলোচনা শুরু হয়েছে।

আঞ্চলিক মধ্যস্থতাকারীরা আশা করছেন যে তারা একটি অস্ত্র বিরোতীতে পৌঁছুতে পারবেন যার ফলে দেশটিতে তিন সপ্তাহ ধরে চলতে থাকা সহিংসতার পরিসমাপ্তি ঘটবে এবং বিশ্বের নতুনতম এই রাষ্ট্রে গৃহযুদ্ধ এড়ানো সম্ভব হবে।

ইথিওপিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয় শুক্রবার জানিয়েছে, ইষ্ট আফ্রি্কান রিজিওনাল ব্লক IGAD দক্ষিন সুদানকে যেকোন ভাবে সাহায্যের জন্য প্রতিজ্ঞাবদ্ধ।

প্রেসিডেন্ট সিল্ভা কিরের বাহিনী এবং সাবেক ভাইস প্রেসিডেন্ট রিয়েক মাসারের বিদ্রোহীদলের মধ্যে সংঘাতে এ পর্যন্ত ১ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে।
XS
SM
MD
LG