অ্যাকসেসিবিলিটি লিংক

দক্ষিন সূদানে নতুন করে লড়াই বেধে উঠেছে


দক্ষিন সূদানে নতুন করে লড়াই বেধে উঠেছে এবং এতে করে গত মাসে সরকার ও বিদ্রোহীদের মতৈক্যের মধ্যে দিয়ে যে অস্ত্র বিরতি হয়েছিলো সেটি এখন ভেঙ্গে পড়ার উপক্রম হয়েছে।
দক্ষিন সূদানের সেনা বাহিনী বলছে – বিদ্রোহীরা মঙ্গলবার সকালে তেল সমৃদ্ধ আপার নাইল স্টেটের রাজধানী মালাকালে সরকারী অবস্থানগুলোর ওপর চড়াও হয়।
বিদ্রোহি বাহিনীর জনৈক মূখপাত্র লুল রূয়াই কুয়াং ভয়েস অফ এ্যামেরিকাকে জানান- বিদ্রোহী লড়াকুরা সরকারী বাহিনীর হামলারই পাল্টা জবাব দিচ্ছিলো।সেনা বাহিনীর জনৈক মূখপাত্র জানান- বিদ্রোহীরা কেবল আংশিক নিয়ন্ত্রণই কব্জা করেছে।দক্ষিন সূদানে কর্মরত জাতিসংঘ মানবিক সংস্থার শীর্ষ কর্তাব্যক্তি টোবী লানযের জনগণের অধিকার রক্ষার- অসামরিক মানুষের সূরক্ষার প্রতি সম্মান প্রদর্শনের জন্যে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন।
XS
SM
MD
LG