অ্যাকসেসিবিলিটি লিংক

দক্ষিণ সুদানের লড়াইয়ের ব্যাপারে নিন্দা জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ


জাতিসংঘের নিরাপত্তা পরিষদ দক্ষিণ সুদানের উত্তরে দুটি প্রদেশে লড়াইয়ের প্রতি নিন্দা জানিয়েছে। সেখানে যে গত বছরের গোড়ার দিক থেকে বারবার সরকার এবং বিদ্রোহীদের মধ্যকার অস্ত্রবিরতি চুক্তি লংঘন করা হচ্ছে তার প্রতিও নিন্দা জানিয়েছে পরিষদ।

রোববার দেয়া এক বিবৃতিতে পরিষদ বলেছে, সরকারের সামরিক অভিযানের ফলে ঐ ইউনিটি স্টেইটে ব্যাপক আকারে সহিংসতা হয়েছে এবং প্রায় ১লক্ষ মানুষ তাদের বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হয়েছে। এবং সেই সাথে ঐ অঞ্চলের অসামরিক নাগরিকদের কাছে কোন মানবিক সাহায্য পৌঁছে দেয়াও সম্ভব হয়নি।

আপার নাইল রাজ্যের মালাকাল শহরে অভিযান চালানোর জন্যে বিদ্রোহীদেরও দোষারোপ করেছে জাতিসংঘ পরিষদ।

XS
SM
MD
LG