অ্যাকসেসিবিলিটি লিংক

নভোশ্চারীরা মহাকাশে পদচারণার সময় নিঃসরণের সম্ভাব্য সূত্র সরিয়েছে


দুজন আমেরিকান নভোশ্চারী আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের বাইরে যে একটা বড় পাম্প নিয়ন্ত্রণ করার বাক্স আছে তা সরিয়ে আরেকটি নিয়ন্ত্রণ যন্ত্র সেখানে বসিয়েছেন। কক্ষপথে প্রদক্ষিণরত গবেষণাগারের বিদ্যুৎ শীতলীকরণ যন্ত্রই হয়ত অ্যামোনিয়া নিঃসরণের সূত্র।

ন্যাসার দুই মহাকাশচারী ক্রিস ক্যাসেডি এবং টম ম্যাশবার্ন ১১৩ কিলোগ্রাম ওজনের বাক্সটি সরিয়ে আরেকটি অতিরিক্ত যন্ত্র যে ছিল তা প্রতিস্থাপন করেন। মহাকাশে পদচারণা শুরু করার আড়াই ঘন্টা পর তারা ওই কাজ সমপন্ন করেন।

মহাকাশ স্টেশনের কম্যান্ডার হচ্ছেন ক্যানাডার। ক্রিস ক্যাসেডি শুক্রবার অ্যামোনিয়া নিঃসরণকে 'গুরুতরো ঘটনা' বলে উল্লেখ করেন। কিন্তু ক্রুর ৬ জন সদস্য সেটিকে স্থিতিশীল করেছে।

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা ন্যাসা বলেছে যে এ নিঃসরণের জন্য ক্রুর সদস্যরা বিপদাপন্ন ছিল না এবং স্টেশনটি স্বাভাবিক ভাবেই চলছে। গত বৃহস্পতিবার আইএসএসের ক্রুরা প্রথমে নিঃসরণ দেখতে পান।

গত বৃহস্পতিবার আইএসএসের ক্রুরা প্রথমে নিঃসরণ দেখতে পান।

শীতলীকরণ ব্যবস্থায় অ্যামোনিয়া ব্যবহার করা হয় এবং স্টেশনে ওই ব্যবস্থা বিদ্যুৎ সরবরাহ করে।
XS
SM
MD
LG