অ্যাকসেসিবিলিটি লিংক

স্পেইন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জেম্স কসটসকে ডেকে পাঠিয়েছে


স্পেইন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জেম্স কসটসকে ডেকে পাঠিয়েছে এই অভিযোগ বিষয়ে আলোচনার জন্য যে যুক্তরাষ্ট্র এক মাসে স্পেইনের ৬ কোটি ফোন কলের উপর নজর রেখেছে।
দুটি স্প্যানিশ সংবাদপত্র এল মুন্ডো এবং এল পাইস এ সোমবার প্রকাশিত খবরে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা গতবছর ১০ই ডিসেম্বার থেকে এবছর ৮ই জানুয়ারি পর্যন্ত টেলিফোন কলের উপর নজর রাখে। রিপোর্টে বলা হয় যুক্তরাষ্ট্র ফোন নম্বর ও কতক্ষন ধরে কথা হয়েছে সেই তথ্য সংগ্রহ করেছে কিন্তু কথোপকথন সংগ্রহ করেনি।
এল মুন্ডো বলেছে নজরদারীতে আরও অন্তর্ভুক্ত ছিল ইন্টারনেট ব্রাউসার, ইমেইল এবং সামাজিক নেটওয়ার্ক যেমন ফেসবুক ও টুইটার এর মাধ্যমে ব্যাক্তিগত তথ্যে নজর রাখা।
XS
SM
MD
LG