অ্যাকসেসিবিলিটি লিংক

ইরাকি সৈন্যরা অচিরেই রামাদি পুনরুদ্ধার করবে : মুখপাত্র


ইরাকি সেনাবাহিনীর মুখপাত্র বলছেন, ইরাকি সৈন্যরা রামাদির কেন্দ্রস্থলের আরও গভীরে প্রবেশ করেছে। সেখানে সৈন্যরা গত এক সপ্তা ধরে কথিত ইসলামিক স্টেটের জঙ্গিদের হাত থেকে একটি সরকারী স্থাপনা উদ্ধারের জন্য লড়াই করে যাচ্ছে। সাত মাস আগে তারা আই এস জঙ্গিদের হাতে শহরটি হারিয়েছিল।

ঐ স্থাপনাটি পুনরুদ্ধার করলে রামাদিতে এক ধরণের ভারসাম্য আসবে , সেনাবাহিনী আবার ও ঐ গুরুত্বপূর্ণ শহর , আনবার প্রদেশের রাজধানীর নিয়ন্ত্রণ পাবে। তবে ঐ স্থাপনার আশপাশের এলাকায় ভূমি মাইন পোতা আছে।

মুখপাত্রটি আজ বলেন যে সৈন্যরা বিমান হামলা চালিয়ে কিছু বিস্ফোরক বিনষ্ট করেছে এবং এতে তারা আরও ভূমি পুনর্দখল করতে পেরেছে। তিনি বলেন যে তারা এখন ঐ সরকারী স্থাপনার ১০০ মিটারের মধ্যে পৌঁছে গেছে। তবে ঠীক কবে নাগাদ শহরের কেন্দ্রস্থল থেকে জঙ্গিদের উৎখাত করা সম্ভব হবে সে রকম কোন সময় সীমা দিতে তিনি অস্বীকৃতি জানান। ঐ স্থানে শতাধিক উগ্রবাদী এখন ও অবস্থান করছে।

XS
SM
MD
LG