অ্যাকসেসিবিলিটি লিংক

বন্ধুদের উপর গোয়েন্দাগিরি গ্রহণযোগ্য নয়: মার্কেল


German Chancellor Angela Merkel বলছেন যে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার কাছে এটা পরিস্কার করে দিয়েছেন যে বন্ধুদের ওপর গোয়েন্দাগিরি করা গ্রহণযোগ্য নয়। বৃহস্পতিবার ইউরোপীয় ইউনিয়নের ২৮ জন নেতার শীর্ষ বৈঠকে মিজ মার্কেল বলেন যে তিনি বুধবার মি ওবামার সঙ্গে টেলিফোন আলাপে এটা বলে দিয়েছেন যে বন্ধুদের ওপর গুপ্তচরবৃত্তি কোনমতেই গ্রহণ করা যায় না।

তিনি আরও বলেন যে আমাদের মিত্র ও সহযোগিদের ওপর আমাদের আস্থা রাখতে হবে এবং আবারও আস্থা স্থাপিত হবে।


এ রকম অভিযোগ যে যুক্তরাষেট্রর জাতীয় নিরাপত্তা সংযস্থা চান্সালার মার্কেলের মোবাইল ফোনের কথোপকথনে নজরদারী করেছে । তার মধ্যেই বুধবার দুই নেতা ফোনে আলাপ করেন।

মি ওবামা বলেন যে যুক্তরাষ্ট্র তার কোন যোগাযোগে নজরদারি করছে না , করবে না।
XS
SM
MD
LG