অ্যাকসেসিবিলিটি লিংক

বিশ্বব্যাপী শেয়ার বাজারে দরপতন ঘটে


তেলের দাম কমে যাওয়া, চীনের অর্থনীতির ধিরগতি এবং বিশ্ব অর্থনীতি সম্পর্কে নৈরাশ্যজনক দৃষ্টিভঙ্গীর কারনে বিশ্বব্যাপী শেয়ার বাজারে দরপতন ঘটেছে।

বৃহস্পতিবার এশিয়ার শেয়ার বাজারগুলো সামান্য চাঙ্গা হলেও দিনশেষে অধিকাংশ স্থানেই মূল্যপতন ঘটে। টোকিও ষ্টক বন্ধ হয় ২.৫ শতাংশ সূচকের পতনের মধ্যে দিয়ে। সাংহাই ষ্টকের দরপতন ঘটে ৩ শতাংশ, হংকং ষ্টক বন্ধ হয় সূচকের ২ শতাংশ মূল্যপতনে।

বুধবার ওয়াল ষ্ট্রিটে বেশিরভাগ শেয়ারেরর সূচক এক পর্যায়ে ৩ শতাংশ পড়ে যায়। দিনশেষে সামান্য তা সামান্য বাড়ে।

XS
SM
MD
LG