অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রে নিহত তিন মুসলিম ছাত্রের স্মরণে মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা নিবেদন


নর্থ ক্যারোলাইনায় যে তিন জন মুসলিম ছাত্রছাত্রীকে গুলি করে হত্যা করা হয়, তাদের স্মরণে রাতে মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জানানো হয়। তাদের পরিবার ও বন্ধুবান্ধব বলছেন, এটি ছিল মুসলিম বিদ্বেষী হামলা। চ্যাপেল হিলে University of North Carolina-র প্রাঙ্গনে সমবেত হয়ে হাজার হাজার ছাত্র-ছাত্রী শ্রদ্ধা নিবেদন করে সদ্য বিবাহিত দিয়া শাদ্দী বারাকাত, তাঁর স্ত্রী ইউসুর আবু সালাহ এবং ইউসুরের ১৯ বছর বয়সী বোন রাজান আবু সালাহ-র প্রতি, যাদের ক্যাম্পাসের অদূরে একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স-এ মঙ্গলবার হত্যা করা হয়। তাদেরই প্রতিবেশী ৪৬ বছর বয়সী স্টিফেন হিক্সকে এই হত্যার জন্যে অভিযুক্ত করা হয়েছে। পুলিশ মনে করছে, ঐ কমপ্লেক্সে গাড়ি পার্ক করার জায়গা নিয়ে দীর্ঘদিনের বিবাদের কারণেই এই হত্যাকান্ড ঘটেছে। তবে নিহত মেয়েটির বাবা মোহাম্মদ আবু সালহা বলেন, তিনি মনে করছেন এই আক্রমণ ছিল বিদ্বেষপ্রসূত। তিনি বলেন, এর আগেও কয়েকবার হিক্স তাঁর মেয়ে ও জামাতার সঙ্গে ঝগড়া করেছে এবং তার বেল্টে বন্দুক বাঁধা ছিল। Muslim Lives Matter শীর্ষক টুইটারের এক প্রচার বার্তায় এই বিয়োগান্তক ঘটনার প্রতি সকলের দৃষ্টি আকর্ষণ করা হয়, যা বিশ্ব জুড়ে অনেকের মধ্যে ক্ষোভের সঞ্চার করেছে। তারা বলছে, বিষয়টিকে খাটো করে দেখা হচ্ছে, কারণ এর শিকার হয়েছে কয়েকজন মুসলমান।

XS
SM
MD
LG