অ্যাকসেসিবিলিটি লিংক

দক্ষিণ সুদানের প্রতিদ্বন্দ্বী নেতারা তাদের বাহিনীকে যুদ্ধ বন্ধের আহবান জানিয়েছে


দক্ষিণ সুদানের প্রতিদ্বন্দ্বী নেতারা তাদের বাহিনীকে যুদ্ধ বন্ধের আহবান জানিয়েছে।

স্থানীয় একটি রেডিও স্টেশনকে প্রথম ভাইস প্রেসিডেন্ট এবং সাবেক বিদ্রোহী নেতা রিক ম্যাচার সোমবার বলেন, প্রেসিডেন্ট সালভা কির কয়েক ঘন্টা আগে যে যুদ্ধবিরতির ঘোষনা দিয়েছেন, তার প্রতি সম্মান প্রদর্শনের জন্য তিনি তার বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন।

সোমবার জারি করা ঐ ঘোষনায় প্রেসিডেন্ট সালভা কির, জুবার স্থানীয় সময় সন্ধ্যা ছয়টা থেকে উভয় পক্ষকে যুদ্ধ বন্ধের নির্দেশ দেন। পরে সরকারী কর্মকর্তারা, সেনাবাহিনীকে অবিলম্বে ব্যারাকে ফিরে যাওয়ার নির্দেশ দেন।

এর আগে, দক্ষিণ সুদানের রাজধানীতে সোমবার প্রচন্ড লড়াই শুরু হয়। এর কয়েক ঘন্টা আগে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ যুদ্ধ বিধ্বস্ত ওই দেশের নেতাদের প্রতি, প্রতিদ্বন্দ্বি সশস্ত্র বাহিনীগুলোকে নিয়ন্ত্রণে রাখার আহবান জানায় এবং সতর্ক করে দেয় যে বেসামরিক লোকজনের উপর এবং জাতিসংঘের স্থাপনাগুলোর উপর হামলা, যুদ্ধ অপরাধ বলে গন্য হতে পারে।

XS
SM
MD
LG