অ্যাকসেসিবিলিটি লিংক

দক্ষিণ সুদানের প্রেসিডেন্ট এবং বিদ্রোহী নেতার প্রতিনিধিরা শান্তি আলোচনায় যোগ দেবেন


দক্ষিণ সুদানের প্রেসিডেন্ট সালভা কির এবং বিদ্রোহী নেতা রিক মাচার এর প্রতিনিধিরা সহিংসতা অবসানের লক্ষ্যে, শান্তি আলোচনায় যোগ দেওয়ার জন্য ইথিওপিয়ায় সমবেত হচ্ছেন। সহিংসতায় ১ হাজার মনুষ নিহত হয়।

দক্ষিণ সুদানে লড়াই অব্যাহত রয়েছে যদিও দুপক্ষ বৈঠকের প্রস্তুতি নিচ্ছে। বুধবার কর্মকর্তারা বলেন বোর শহরে সরকারি সেনা ও মাচারের অনুগত সেনাদের মধ্যে আবারও সংঘর্ষ হয়।রাজধানী জুবা থেকে বোর শহরটি ১২০ কিলোমিটার দূরে অবস্থিত।

মঙ্গলবার বিদ্রোহীরা বোর শহর পুনরায় দখল করে। এর আগে গুরুত্বপুর্ণ এই শহরটি বিদ্রোহীরা স্বল্প সময়ের জন্য দখল করে ছিল। গত সপ্তাহে সরকারি বাহিনীর কাছে তারা নিয়ন্ত্রণ হারায়।

বিশ্বের নবতম রাষ্ট্রে রক্তপাত শুরু হয় December মাসের মাঝামাঝি যখন মি কির তার সাবেক ভাইস প্রেসিডেন্ট মাচার এর বিরুদ্ধে সামরিক অভ্যুথ্থান চালানোর প্রচেষ্টার অভিযোগ করেন।
XS
SM
MD
LG