অ্যাকসেসিবিলিটি লিংক

ইয়েমেনের রাজধানীতে আত্মঘাতী বিস্ফোরণে ৪২ জনের প্রাণ হানি


একজন আত্মঘাতী বোমাবাজ ইয়েমেনের রাজধানীতে অন্তত ৪২ জনকে হত্যা করেছে। বাহ্যত তারা শিয়া মতাবলম্বী হুথি বিদ্রোহীদের লক্ষ্য করে এই আক্রমণ চালায়। আজ বৃহস্পতিবার রাজধানী সানার কেন্দ্রস্থলের তাহরির চত্বর অংশে এই বিস্ফোরণটি ঘটানো হয়। বিদ্রোহীরাই ঐ এলাকাটি গত মাস থেকে নিয়ন্ত্রণ করে এসছে।

তাতক্ষণিক ভাবে কেউই এই বোমা হামলার দায় স্বীকার করেনি।

ইয়েমেনের দক্ষিনাঞ্চলে আত্মঘাতী আরেকটি গাড়ি বোমা বিস্ফোরনৈ কম করে হলেও ২০ জন সৈন্য প্রাণ হারায়।

সেপ্টেম্বর মাসে জাতিসংঘের মধ্যস্থতায় একটি চুক্তিতে পৌছুনোর আগে, হুতিরা আরও ভাল ভাবে ক্ষমতার ভাগাভাগি এবং একটি নতুন সরকারের দাবিতে কয়েক সপ্তা ধরে প্রতিবাদ বিক্ষোভ চালিয়ে আসছে।

প্রেসিডেন্ট আবেদ রাব্বো মনসুর হাদি যে আহমেদ আওয়াদ বিন মুবারককে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন , সেটি প্রত্যাখ্যান করে বৃহস্পতিবার তারা নতুন বিক্ষোভের পরিকল্পনা করে। এ দিকে বিন মুবারক ও এই নিয়োগ নাকচ করে দিয়েছেন। তাঁকে উদ্ধৃত করে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম বলছে যে তিনি দেশে আর কোন রকমের মতভেদ এড়াতে চেয়েছেন।

XS
SM
MD
LG