অ্যাকসেসিবিলিটি লিংক

ইরাকে আত্মঘাতী বোমা হামলায় ১২ জন নিহত


আত্মঘাতী বোমা হামলার পর, বাগদাদ। ৫ সেপ্টেম্বর ২০১০
আত্মঘাতী বোমা হামলার পর, বাগদাদ। ৫ সেপ্টেম্বর ২০১০

ইরাকের রাজধানী বাগদাদের মধ্যাঞ্চলে সামরিক বাহিনীর একটি ভর্তি-কেন্দ্রে আত্মঘাতী বোমা হামলায় অন্ততঃ ১২জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৩৬ জন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন বাগদাদে আজ এই আক্রমণ চালায় বেশ কয়েকজন আত্মঘাতী হামলাকারী। তারা জানান, বিস্ফোরণের ফলে সামরিক বাহিনীর ভর্তিকেন্দ্র এক ব্যাপক ধ্বংস্তুপে পরিনত হয়। হাসপাতালের কর্মকর্তারা বলেন, তারা বিস্ফোরণে আহত বেশ কিছু সংখ্যাক লোকের চিকিত্সা করেন। গত মাসে বাগদাদের এই একই সামরিক ভর্তিকেন্দ্রে আরেকটি আত্মঘাতী হামলা চলে এবং সে সময় অন্ততঃ ৫৯ জনের প্রাণহানী ও ১২৫ জন আহত হয়।

পুলিশ জানিয়েছে, আজ হামলাকারীদের তিনজন তাদের দেহে বিস্ফোরণ ঘটায়। এছাড়া দু’জন পালিয়ে পাশের একটি ভবনে যায় এবং সেখান থেকে গুলি চালায়। পরে নিরাপত্তা বাহিনীর গুলিতে তারা নিহত হয়। কর্মকর্তারা জানিয়েছেন, নিহত ১২ জনের মধ্যে পাঁচজন ছিলেন ইরাকী সৈন্য।

ইরাকে সার্বিক নিরাপত্তা রক্ষার দায়িত্ব এখন ইরাকী নিরাপত্তা বাহিনীর। যুক্তরাষ্ট্র গত সপ্তাহে আনুষ্ঠানিকভাবে ইরাকে তাদের সাত বছরের নিরাপত্তা রক্ষার তত্পরতার অবসান ঘটায়।

XS
SM
MD
LG