অ্যাকসেসিবিলিটি লিংক

আত্মঘাতী বোমা হামলায় সউদি আরবে দুজন নিহত


সউদি কর্মকর্তারা বলছেন, ইরাক সীমান্তের কাছে এক আত্মঘাতী বোমা হামলায় দুজন সীমান্তরক্ষী মারা গেছে, আহত হয়েছে ১জন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, সোমবার ভোরে আরারেতে, সীমান্ত টহলকারীদের ওপর বোমা হামলাকারী ও আরেকজন সন্ত্রাসী গুলি চালানো শুরু করে। সীমান্তরক্ষীরা পালটা গুলি ছোঁড়ে। ফলে, একজন মারা যায়। এরপরই বোমা ফাটানো হয়।

কেউ এই ঘটনার দায় স্বীকার করেনি। অবশ্য এই বিষয়ে তদন্ত শুরু হয়েছে।

কজন এই হামলায় জড়িত ছিল বা তাদের উদ্দেশ্য কি ছিল, এ বিষয়ে, মন্ত্রণালয় নির্দিষ্ট করে কিছু বলেনি। জায়গাটি ইরাকের আনবার প্রদেশের কাছে। সেখানে ইরাকী বাহিনী এবং ইসলামিক স্টেট জঙ্গীদের মধ্যে তুমুল লড়াই চলছে।

সউদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ আছে, এরকম একজন ইরাকী নিরাপত্তা বিশেষজ্ঞ মুস্তাফা আলানি। তিনি বলেছেন, এটি সউদি আরবে ইসলামিক স্টেটের প্রথম হামলা।

XS
SM
MD
LG