অ্যাকসেসিবিলিটি লিংক

সুন্দরবন রক্ষার আন্দোলন


Bangladeshi protesters hold placards and a tiger effigy during a protest demanding the scrapping of the proposed Rampal power plant as they gather near the Shaheed Minar monument in Dhaka, Bangladesh, Saturday, Aug. 20, 2016.
Bangladeshi protesters hold placards and a tiger effigy during a protest demanding the scrapping of the proposed Rampal power plant as they gather near the Shaheed Minar monument in Dhaka, Bangladesh, Saturday, Aug. 20, 2016.

রামপাল বিদ্যুৎ প্রকল্পের কারণে সুন্দরবনের ক্ষতি হবে, এটা নিশ্চিত হয়েই বনটিকে
রক্ষার জন্য আন্দোলন চলছে বলে জানিয়েছেন সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির নেতারা।

মঙ্গলবার ঢাকায় কমিটির আহ্বায়ক সুলতানা কামাল অভিযোগ করেছেন রামপাল প্রকল্প
নিয়ে একজন প্রবাসী বাংলাদেশি প্রকৌশলীকে দিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। ওই প্রকৌশলী
যে ১০টি প্রশ্ন করেছেন এবং রামপাল প্রকল্প কর্তৃপক্ষ যে উত্তর দিয়েছে তাকে অর্ধসত্য
ও ভুল আখ্যায়িত করে তিনি বলেন এগুলো অপ্রাসঙ্গিক, বিভ্রান্তিকর ও পরিবেশ সমীক্ষা
প্রতিবেদনের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। এসবের প্রেক্ষিতে সরকার যে জবাব দিয়েছে, তা
অবৈজ্ঞানিক ও অপর্যাপ্ত বলে তিনি উল্লেখ করেন ।

তেল-গ্যাস ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব আনু মুহাম্মদ বলেন ভারতের
অনেক বিশেষজ্ঞ রামপাল প্রকল্পকে ভয়াবহ বলে আখ্যায়িত করেছেন। তিনি
আশা প্রকাশ করেন বাংলাদেশ এবং ভারত সরকার এ সংক্রান্ত সার্বিক বিষয়গুলো উপলব্ধি করে অবিলম্বে প্রকল্পটি বাতিল করবে।

এ সম্পর্কে ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।

please wait

No media source currently available

0:00 0:00:55 0:00

XS
SM
MD
LG