অ্যাকসেসিবিলিটি লিংক

গুরুত্বপুর্ণ-SuperTuesday-র দিনটিতে প্রায় এক ডজন রাজ্যে হচ্ছে প্রেসিডেন্ট পদের মনোনয়ন প্রত্যাশীদের ভোট লড়াই


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দীতা করতে চান এমোন মনোনয়ন প্রত্যাশীদের জন্যে আজ মঙ্গলবারের এ দিনটি খুবই গুরুত্বপুর্ণ- Super Tuesday নামে পরিচিত এ দিনটিতে একযোগে প্রায় এক ডজন রাজ্যে অনুষ্ঠিত হচ্ছে রেপাবলিকান-ডেমোক্র্যাটিক পার্টী দু’দলেরই মনোনয়ন প্রত্যাশীদের হাড্ডা হাড্ডি ভোট লড়াই। ইতিমধ্যেই তিন রাজ্যে মনোনয়ন ভোটের প্রতিদ্বন্দীতায় বিজয়ি ডনাল্ড ট্রাম্প আজকের ভোটাভুটিতেও দশ রাজ্যেই জয়ি হতে পারেন বলে মনে করা হচ্ছে-এবং CNN/ORC পরিচালিত সমীক্ষায় দেখা যাচ্ছে, ডেমোক্র্যাটিক দলের তরফে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারী ক্লিনটন তাঁর একমাত্র প্রতিদ্বন্দী ভারমন্ট সেনেটর বার্নী স্যান্ডার্সের বিপরীতে নিজ সমর্থনের ব্যবধান ৫৫-৩৮ শতাংশে সম্প্রসারিত করতে পারবেন বলেই মনে হচ্ছে।বিপুল সংখ্যক ডেলিগেইট সমর্থন হিলারী ইতিমধ্যেই পেয়ে গিয়েছেন।

XS
SM
MD
LG