অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের সরকারী সংস্থায় ব্যাপক সাইবার আক্রমণ


যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন যে কেন্দ্রীয় সরকারের সংস্থাগুলোতে চীনের হ্যাকাররা ব্যাপক সাইবার আক্রমণ চালিয়েছে। যে সংস্থাগুলো লক্ষ লক্ষ সরকারী কর্মীদের ব্যক্তিগত তথ্য এবং নিরাপত্তা বিষয়ে ছাড়পত্র প্রদান করে তাদের ওপরে এই হামলা হয়।

পার্সোন্যাল মেনেজম্যান্ট অফিস বা ওপিএম বৃহষ্পতিবার জানিয়েছে যে যুক্তরাষ্ট্রের ৪০ লক্ষেরও বেশী কর্মরত এবং সাবেক সরকারী কর্মী ক্ষতিগ্রস্ত হতে পারেন। গত কয়েক বছরের মধ্যে সরকারী কর্মকর্তাদের তথ্য-উপাত্তের ওপরে এটাই সবচাইতে বড় ধরণের আক্রমণ।

আইন বলবতকারী কর্মকর্তারা বলছেন, এই আক্রমণের পেছনে সম্ভাবত চীন সরকারের সংগে সংশ্লিষ্ট চীন ভিত্তিক হ্যাকাররা জড়িত। তবে এই সিদ্ধান্তের বিষয়ে তারা বিস্তারিত কিছু জানাননি।

ওদিকে, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হং লিউ শুক্রবার এই অভিযোগ দায়িত্বহীন বলে নাকচ করে দেন।

XS
SM
MD
LG