অ্যাকসেসিবিলিটি লিংক

অক্টোবরে ওয়াশিংটনে ফিরেআসা সিরিয়ায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মঙ্গলবার দামেস্ক ফিরেযাচ্ছেন ।


অক্টোবরে ওয়াশিংটনে ফিরেআসা সিরিয়ায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মঙ্গলবার দামেস্ক ফিরেযাচ্ছেন ।
অক্টোবরে ওয়াশিংটনে ফিরেআসা সিরিয়ায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মঙ্গলবার দামেস্ক ফিরেযাচ্ছেন ।

সিরিয়ায নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এক মাসেরও বেশি সময় আগে নিরাপত্তার কারনে সিরিয়া ছেড়ে চলে আসবার পর এখন আবার আজ মঙ্গলবার সিরিয়া ফিরে যাচ্ছেন । যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দফতর থেকে কর্মকর্তারা বলছেন – রাষ্ট্রদূত রবার্ট ফোর্ড ওয়াশিংটনে প্রয়োজনিয় আলোচনা-পরামর্শ শেষে দামেস্কে ফিরে যাচ্ছেন মঙ্গলবারে । সিরিয়ার বিরোধি দলিয় নেতাদের সঙ্গে দেখা সাক্ষাত করা এবং প্রতিবাদ বিক্ষোভকারিদের প্রতি সমর্থন প্রকাশের পর তাঁকে হত্যার হূমকি দেওয়া হয়েছিলো এবং তার পরই অক্টোবরের শেষাশেষি তাঁকে ওয়াশিংটনে ফিরে আসবার জন্যে বলা হয়েছিলো ।

ইতিমধ্যে , আরব লীগ বলছে – সিরিয়া ন’মাসের গনতন্ত্রকামি অভ্যুত্থান দমনের তত্পরতা থামাতে যে রাজি হয়েছে , সেটা তারা মানছে কিনা পরখ করতে সিরিয়ায় পর্যবেক্ষক প্রবেশের শর্তাধীন প্রস্তাবটি আরব লীগ এখন খতিয়ে দেখছে ।

আরব লীগ প্রধাণ নাবীল এলারবী বলেছেন – সিরিয়া সরকারের কাছ থেকে তিনি একটি চিঠি পেয়েছেন যেটাতে , আঞ্চলিক এ সংগঠন আগে শোনেনি এমোন নতুন কিছু শর্ত বিধৃত রয়েছে । এর আগে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রনালয় থেকে বলা হয়েছিলো – সিরিয়ায় পর্যবেক্ষক যেতে দেওয়া হোক বলে আরব লীগের দাবীতে দামেস্ক ইতিবাচক সাড়া দিয়েছে । তবে একই সঙ্গে পররাষ্ট্র মন্ত্রনালয়ের মূখপাত্র জিহাদ মাকদিসী বলেন – সিরিয়া তার ওপর আরোপিত নিষেধাজ্ঞা খারিজ করবার জন্যেও আরব লীগের প্রতি আহ্বান জানিয়েছে ।

XS
SM
MD
LG