অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয়া পরিস্থিতি নিয়ে ব্রাসেলসে নেটো পররাষ্ট্রমন্ত্রীদের আলোচনায় রাসায়নিক অস্ত্রের ব্যবহার নিয়ে উদ্বেগ


নেটো মহাসচিব বলছেন – সিরিয়া সরকারের রাসায়নিক অস্ত্রের ব্যবহার আন্তর্জাতিক সম্প্রদায়ের তরফে তাত্ক্ষনিক প্রতিক্রিয়া চারিয়ে তুলতে পারে । নেটো মহাসচিব আঁদ্রেস ফগ রাসমিউসিন মঙ্গলবার বলেছেন – রাসায়নিক অস্ত্র ব্যবহারের আশংকা কোনোক্রমেই গ্রহনযোগ্য নয় । তুরস্ক , সিরিয়ার সংঘাত , সীমান্ত পেরিয়ে তার এলাকার ওপর এসে পড়তে পারে এ দুশ্চিন্তা ঠেকাতে পেট্রিয়ট ক্ষেপনাস্ত্র-নিবৃত্তকরণ সিস্টেম ব্যবহারের অনুরোধ জানায় , এবং নেটো পররাষ্ট্র মন্ত্রীরা সে অনুরোধ মঞ্জুর করতে পারেন বলে ধারনা করা হ’চ্ছে এবং এরই ঘন্টা কয়েক আগে নেটো মহাসচিব ওকথা বলেন ।
মহাসচিব বলেন – মিত্র জোটের দক্ষিন পূর্বাঞ্চলবর্তি সীমান্ত দেশ থেকে যে কোনো ধরনের হূমকি প্রতিনিবৃত্ত করতে নেটো মন্ত্রীবর্গ প্রত্যয় দৃপ্ত সংকল্পের অভিপ্রকাশ ঘটাবেন । নেটো মন্ত্রীবর্গ বৈঠক করছেন ব্রাসেলসে – বৈঠক চলবে মঙ্গল ও বুধবার ।
এর আগে যুক্তরাষ্ট্রের তরফে উত্থাপিত অভিযোগের জবাবে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জোরের সঙ্গে পুনরূল্লেখ করে যে সিরিয়া তার কাছে রাসায়নিক অস্ত্র যদি থাকতোও , তাহলেও নিজ জনগনের বিরূদ্ধে তা ব্যবহার করতো না সে কোনো অবস্থাতেই ।
XS
SM
MD
LG