অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর মস্কো সফর


সিরিয়ার সরকার বলছে – প্রেসিডেন্ট বাশার আসাদের সঙ্গে সশস্ত্র বিরোধিতা করছে যারা , সরকার এখন তাদের সঙ্গে কথা বলতে সম্মত রয়েছে । পররাষ্ট্রমন্ত্রী ওয়ালীদ আল মোয়াল্লেম বলেছেন সোমবারদিন মস্কোয় – সংলাপে বসতে ইচ্ছুকদের সঙ্গে আলোচনার জন্যে সিরিয়া এখন দরোজা উন্মুক্ত করছে । পররাষ্ট্রমন্ত্রী মস্কোয় রূশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে আলোচনা করছেন । পররাষ্ট্রমন্ত্রী লাভরভ গত সপ্তাহে বলেন – সিরিয়া সংকটের সামরিক কোনো ফয়সলা নেই এবং বিদ্রোহি লড়াকুদের সঙ্গে সরকারী বাহিনীর লাগাতার লড়াই , দু’পক্ষের জন্যেই ধংস বয়ে আনবে ।
সিরিয়ার বিরোধি পক্ষিয় মতাদর্শিরা জানাচ্ছে – রবিবার সরকারী বাহিনীর বিমান বহর দামেস্ক ও আলেপ্পোয় বিদ্রোহিদের অবস্থানগুলোতে এন্তার আঘহত হেনেছে । দামেস্কের পূর্বাঞ্চলবর্তী শহরতলিতে এবং আলেপ্পোর উপকন্ঠবর্তি ইযাযে সরকারী বিমান বহরের হামলার ভিডিও চিত্র ইন্টারনেটে বসিয়েছে বিরোধি পক্ষিয় মতাদর্শিরা । হতাহতের সঠিক সংখ্যা সম্পর্কে তখুন তখুনি কিছু জানা যায়নি ।
XS
SM
MD
LG