অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয়ানদের ২৪০ কোটি ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে দাতাদেশ ও সংগঠনগুলো


সিরিয়ার গৃহযুদ্ধে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে আন্তর্জাতিক দাতাগোষ্ঠী তাদের জন্যে লক্ষ লক্ষ ডলার সাহায্য দিচ্ছে। জাতিসংঘের মহাসচিব বান-কি-মুন বলছেন, এই সংঘাতে দেশটি শুধু কয়েক বছরই নয় কয়েক দশক পিছিয়ে গেছে। তিনি বলেছেন আন্তর্জাতিক দাতারা ২৪০ কোটি ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

মিঃ বান বুধবার কুয়েতে অনুষ্ঠিত দাতাগোষ্ঠীর এক সম্মেলনে চেয়ার পার্সনের দায়িত্বে ছিলেন। জাতিসংঘ এবছর যে রেকর্ড পরিমাণ সাড়ে ৬শ কোটি ডলার সংগ্রহ করতে চেষ্টা করছে তারই অংশ এই সম্মেলন।

কুয়েত ৫০কোটি ডলার অনুদানের মধ্য দিয়ে সম্মেলন শুরু করে। ওদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি আরো ৩৮কোটি ডলার নতুন অনুদানের ঘোষণা দিয়েছেন। তিন বছর আগে যখন লড়াই শুরু হয়েছিল তখন থেকে যুক্তরাষ্ট্র প্রায় দেড়শ কোটি ডলার মানবিক সাহায্য দিয়েছে।
জাতিসংঘ বলছে, এই গৃহযুদ্ধে ৯০ লক্ষেরও বেশি সিরিয় নাগরিক বাস্তুহারা হয়েছে। তাদের প্রায় ২৩ লক্ষ আশ্রয় নিয়েছে প্রতিবেশি দেশগুলোতে।
XS
SM
MD
LG