অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয়ার সংকটে রাশিয়ার ভুমিকাকে ওবামা স্বাগত জানিয়েছেন


ভ্ল্যাডিমির পুটিন Putin যে দাবী করেছেন যে সিরিয়ার বিদ্রোহীরা গত মাসের রাসায়নিক গ্যাসের হামলার জন্য দায়ী, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা, তা প্রত্যাখ্যান করেছেন। কিন্তু রুশ প্রেসিডেন্ট যে এই সংকটে সংশ্লিষ্ট হয়েছেন সেই ভূমিকাকে তিনি স্বাগত জানিয়েছেন।

রবিবার সম্প্রচারিত টেলিভিশান সাক্ষাৎকারে মি ওবামা বলেন, যে কোন চুক্তিতে যাচাই যোগ্য প্রক্রিয়া অন্তর্ভুক্ত থাকতে হবে এটা নিশ্চিত করার জন্য যে সিরিয়া তার সব রাসায়নিক অস্ত্রের সক্ষমতা পরিত্যাগ করবে।

ইতিমধ্যে পররাষ্ট্রমন্ত্রী জন কেরি সিরিয়ার প্রতি সতর্কবানী পুনরব্যাক্ত করেন যে দামেষ্ক, সদ্য অর্জিত মতৈক্য না মানলে বল প্রয়োগের হুমকী কার্যকর হবে।

কেরি রবিবার ওই সতর্কবানী উচ্চারণ করেন যখন তিনি জেরুসালেমে যাত্রাবিরতী করেন। সিরিয়া যাতে আগামী বছরের মাঝামাঝি তাদের রাসায়নিক অস্ত্র পরিত্যাগ করে সে বিষয়ে নতুন আমেরিকান রুশ পরিকল্পনা নিয়ে তিনি সেখানে আলোচনা করেন।
XS
SM
MD
LG