অ্যাকসেসিবিলিটি লিংক

রাশিয়া বলেছে সিরিয়ায় সন্ত্রাসী আক্রমণের লক্ষ্য ছিল শান্তি প্রচেষ্টা ভঙ্গ করা


People gather in the aftermath of a multiple explosive attack in the Sayyida Zeinab area, 10 kilometers south of Damascus, Syria, Feb. 21, 2016. The Islamic State group claimed responsibility for a triple blast in the Shi'ite suburb.
People gather in the aftermath of a multiple explosive attack in the Sayyida Zeinab area, 10 kilometers south of Damascus, Syria, Feb. 21, 2016. The Islamic State group claimed responsibility for a triple blast in the Shi'ite suburb.

সোমবার সিরিয়ায় যে বেশ কয়েকটি মারাত্মক বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে, রাশিয়া তার তীব্র সমালোচনা করেছে। রাশিয়া বলেছে আক্রমণের লক্ষ্য ছিল শান্তি প্রচেষ্টা ভঙ্গ করা।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক সমাজের উচিত ওই সন্ত্রাসী আক্রমণের ব্যাপারে যথার্থ ব্যবস্থা গ্রহণ করা। ইসলামিক স্টেট সন্ত্রাসী হামলার দায় স্বীকার করেছে।

রবিবার দামেস্কে কয়েকটি বোমা বিস্ফোরণে অন্তত ৮৩ জন মিহত হয়। আর হোম্সে বোমা বিস্ফোরণে ৫৯ জন নিহত হয়।

রাশিয়া এবং যুক্তরাষ্ট্র সিরিয়া সংঘাতের বিরোধী পক্ষগুলোকে নতুন অস্ত্রবিরতি প্রস্তাব মেনে নেওয়ার জন্য বোঝাতে চেষ্টা করছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরী রবিবার বলেছেন সিরিয়ার ৫ বছরের গৃহ যুদ্ধে অস্ত্র বিরতির জন্য রাশিয়ার সঙ্গে “সাময়িক চুক্তি " হয়েছে। এবং তা কয়েকদিনের মধ্যে কার্যকর হতে পারে। তিনি রুশ পররাষ্ট্রমন্ত্রী সারগেই ল্যাভরভের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। রুশ পররাষ্ট্র মন্ত্রনালয়ের এক বিবৃতিতে বলা হয় যুক্তরাষ্ট্র ও রাশিয়া অস্ত্র বিরতির এখতিয়ারের বিষয়ে একমত হয়। কূটনীতিকরা পরিকল্পনার খুটিনাটি জানাননি।

XS
SM
MD
LG