অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয়ায় প্রচন্ড লড়াই হয়


সিরিয়ায় সরকার বাহিনী ও বিরোধী যোদ্ধাদের মধ্যে শনিবার প্রচন্ড লড়াই চলে। বিদ্রোহী ফ্রি সিরিয়ান আর্মী তাদের কম্যান্ড সেন্টার তুরষ্ক থেকে সিরিয়ায় সরিয়ে আনার কথা ঘোষণা করে।
বিরোধী অধিকারকর্মীরা বলেন, নিরাপত্তা বাহিনী তাদের লক্ষ্যস্থলগুলিতে ব্যপকভাবে আক্রমন চালালে কমপক্ষে ২৫ ব্যক্তি প্রাণ হারায়। তাঁরা বলেন, সিরিয় সেনাবাহিনী আলেপ্পো অঞ্চলে বিদ্রোহীদের শক্তঘাটিগুলো থেকে তাদের অপসারণের জন্য আঘাত হানে। সেনাবাহিনীর স্বপক্ষত্যাগকারী বেশ কিছু যোদ্ধার সমন্বয়ে গঠিত ফ্রি সিরিয়ান আর্মী FSA একটি ভিডিও চিত্র প্রকাশ করে। তাতে বলা হয়, FSA সিরিয়ার কথিত মুক্ত এলাকায় তাদের কম্যান্ড সরিয়ে আনছে। FSA এর কর্নেল রিয়াদ আল আসাদ সংবাদ মাধ্যম আল-জাযিরা তে বলেন, তাদের সংগঠন দামেষ্কে আক্রমন শুরু করার আশা রাখে।
ইতোমধ্যে সিরিয়ার নেতা বাশার আল আসাদের এক সাক্ষাৎকার মিশরীয় সাপ্তাহিকী আল-আহরাম আল-আরাবীতে প্রকাশিত হয়েছে। শুক্রবার প্রকাশিত ওই সাক্ষাৎকারে মিষ্টার আসাদ বলেন, বিরোধী যোদ্ধারা কখনো তাঁর সরকারের বিরুদ্ধে লড়াইএ বিজয়ী হবেনা।
ওদিকে তুরষ্কের সংবাদ মাধ্যম সূত্রে বলা হয়, তুরষ্ক সিরিয় সীমান্তে প্রচন্ড সংঘর্ষ চলার কারণে সেখানে সামরিক যান মোতায়েন করেছে।
জাতিসংঘের মহাসচিব বান কি-মুন বলেন, আপাতঃ দৃষ্টিতে মনে হয়, সিরিয়ার সরকার ও বিরোধী পক্ষ লড়াই এর মাধ্যমে সংকট নিরসনে সংকল্পবদ্ধ। মিষ্টার বান আরো বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন অধিবেষণে বিশ্ব নেতাদের জন্য সিরিয়া প্রসংগ শীর্ষস্থানে থাকবে।
XS
SM
MD
LG