অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয়ার হোম্সে মারাত্মক হামলা, ৩টি এলাকা থেকে লোকজন অপসারণ


Mideast Syria
Mideast Syria

সিরিয়ার হোম্স শহরে এক জোড়া বোমা বিস্ফোরণে সোমবার অন্তত ১৯জন নিহত হয়। এক আত্মঘাতী বোমা হামলাকারি তার বিস্ফোরক ভর্তী বেল্টে বিস্ফোরণ ঘটায় যখন প্রথম বিস্ফোরণে কতটা ক্ষতি হয়েছে তা দেখছিল পথচারীরা।

আল জাহরা এলাকায় ওই বিস্ফোরণ ঘটে। মৃতের সংখ্যা এখনও সুস্পষ্ট নয়। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা মাধ্যমে বলা হচ্ছে ১৯ জন নিহত। তবে সিরিয়ান অবসারভেটরি ফর হিউমান রাইটস জানিয়েছে ৩২জন নিহত। বিপুল সংখ্যক মানুষ আহত।

এ মাসের গোড়ার দিকে বিবদমান দলগুলোর মধ্যে অস্ত্রবিরতি কার্যকর হওয়ার পর এটি ছিল দ্বিতীয় বড় ধরনের হামলা।

ইতিমধ্যে তিনটি শহরে অপসারণ শুরু হয়েছে। এর আগে সেপ্টেম্বর মাসে সরকার ও বিদ্রোহী যারা প্রেসিডেন্ট বাশার আল আসাদের প্রশাসনের বিরোধীতা করে, তাদের মধ্যে জাতিসংঘ সমর্থিত একটি চুক্তি হয়।

নজিরবিহীন বহুজাতি ভিত্তিক এক সমন্বিত প্রচেষ্টায় সোমবার ১২০জনের বেশি যোদ্ধাকে ও আহতদের জাবাদানি থেকে সরিয়ে নেওয়া শুরু হয়। জাবাদানি হচ্ছে লেবাননের সঙ্গে সিরিয়ার সীমান্তে বিদ্রোহীদের সবশেষ শক্তঘাটি। অসামরিক লোকজন সহ আরও ৩৩৫জন সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলের প্রশাসন নিয়ন্ত্রিত দুটি গ্রাম থেকে রওনা হয়।

XS
SM
MD
LG