অ্যাকসেসিবিলিটি লিংক

ইরান সফরের সময় মিশরের নেতা সিরিয়ার প্রশাসনের তীব্র সমালোচনা করেন


বৃহস্পতিবার সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ এর বিরুদ্ধে আঞ্চলিক চাপ বৃদ্ধি পায়। ওদিকে মিশরের নব নির্বাচিত নেতা সিরিয়ার সরকারকে অত্যাচারী বলে আখ্যায়িত করেন। ক্ষমতা একটা গনতান্ত্রিক ব্যবস্থায় হস্তান্তর করার আহ্বান জানিয়েছেন তিনি।

মিশরের প্রেসিডেন্ট মোহাম্মদ মোরসি, ইরানে জোট নিরপেক্ষ আন্দোলন, ন্যামে ভাষণ দেওয়ার সময় ওই মন্তব্য করেন। মি আসাদের দৃঢ় সমর্থকদের অন্যতম হচ্ছে ইরান।

মি মোরসি বলেন সিরিয়ার জনগনের পাশে দাড়ানো, বিশ্বের একটা নৈতিক দায়িত্ব। তিনি এই সংঘাতকে, ওই অঞ্চলে যে বৈপ্লবিক তৎপরতা চলছে, তারই একটা অংশ বলে আখ্যায়িত করেন।

মি মোরসির ভাষণের সময় সিরিয়ার প্রতিনিধি দল প্রতিবাদ জানিয়ে কক্ষ ত্যাগ করে।
XS
SM
MD
LG