অ্যাকসেসিবিলিটি লিংক

আলেপ্পোর পূর্বাঞ্চলীয় জেলা থেকে ৫০ হাজারের বেশী অসামরিক মানুষ পালিয়ে গেছে


সিরিয়া ভিত্তিক একটি পর্যবেক্ষন গোষ্ঠীর তথ্য অনুযায়ী, বিদ্রোহী নিয়ন্ত্রিত আলেপ্পো পুনর্দখলের জন্য অভিযান শুরু করার পর, গত চার দিনে আলেপ্পোর পূর্বাঞ্চলীয় জেলা থেকে ৫০ হাজারের বেশী অসামরিক মানুষ পালিয়ে গেছে।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, আলেপ্পোর পূর্বাঞ্চলে সরকারী বাহিনীর ভারি গোলা বর্ষনে কমপক্ষে ২৬ জন অসামরিক মানুষ নিহত হয়েছেন। এবং অনেক মানুষ শহরটি ছেড়ে যেতে বাধ্য হচ্ছে।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদ, আলেপ্পোতে যুদ্ধবিগ্রহ সম্প্রতি বেড়ে যাওয়ায় এক জরুরী সভায় মিলিত হয়। ব্রিটেন ও ফ্রান্স এ আলোচনার আহবান জানায়। তবে জাতিসংঘে রাশিয়ার রাষ্ট্রদূত, বিষয়টিকে অপপ্রচার তৎপরতা বলে অভিহিত করেছেন।

XS
SM
MD
LG