অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয়ায় আলেপ্পোর নিয়ন্ত্রণ নেওয়ার লক্ষ্যে লড়াই আরও জোরদার হয়েছে।


Rebel fighters and people carry the Free Syrian Army and Jabhat Fatah al-Sham flags as they celebrate the news of the breaking of the siege of rebel-held areas of Aleppo, Syria Aug. 6, 2016.
Rebel fighters and people carry the Free Syrian Army and Jabhat Fatah al-Sham flags as they celebrate the news of the breaking of the siege of rebel-held areas of Aleppo, Syria Aug. 6, 2016.

সিরিয়ার উত্তরাঞ্চলের শহর আলেপ্পোর নিয়ন্ত্রণ নেওয়ার লক্ষ্যে লড়াই আরও জোরদার হয়েছে। বিরোধী গ্রুপগুলো এই প্রতিশ্রুতি ব্যক্ত করেছে যে তারা আরও যোদ্ধা পাঠাবে সেখানে এবং গুরুত্বপূর্ণ ওই এলাকা দখল করবে। ওদিকে সরকার পন্থী বাহিনী, বিদ্রোহীদের অগ্রগতির জবাবে আরও বিমান আক্রমণ চালিয়েছে।

সরকারপন্থী বাহিনী তিন সপ্তাহ ধরে আলেপ্পো অবরোধ করে রাখার পর বিদ্রোহীরা তা লঙ্ঘন করতে পেরেছে।

University of San Francisco র আঞ্চলিক বিশ্লেষক Stephen Zunes ভয়েস অফ আমেরিকাকে বলেছেন, "তারা অন্তত ৩০টি ভিন্ন সশস্ত্র গ্রুপকে সহযোগিতা করাতে পেরেছে এবং অবরোধ ভাঙ্গতে পেরেছে। তারা একটি গোলন্দাজ স্কুল ও একটি প্রধান ঘাটি সহ শক্তিশালী সামরিক এলাকা দখল করতে পেরেছে।”

বিদ্রোহী কোয়ালিশন যারা আলেপ্পোর জন্য লড়ছে তাদের একটি প্রধান অংশ হচ্ছে The Levant Conquest Front। এরাই সিরিয়ায় একসময় আল কায়দার শাখা ছিল।

XS
SM
MD
LG