অ্যাকসেসিবিলিটি লিংক

লেবানন সীমান্তবর্তী সিরিয় শহর মাদায়ায় জরুরী ত্রাণ সহায়তা পৌঁছোনোর যৌথ উদ্যোগ সম্পন্ন


আন্তর্জাতিক রেড ক্রসের পক্ষ থেকে আজ মঙ্গলবার ভোরে বলা হয়- লেবানন সীমান্তবর্তী সিরিয় শহর মাদায়ার জন্যে অতীব জরুরী ত্রাণ সহায়তা পৌঁছে দিতে পরিচালিত যৌথ উদ্যোগ সম্পন্ন হয়েছে।

মূখপাত্র পাওয়েল কিযিসিয়েক টুইটার বার্তায় বলেছেন- আন্তর্জাতিক রেড ক্রস কমিটি ICRC – জাতিসংঘ এবং সিরিয়ার রেড ক্রিসেন্ট সোসাইটির দলগুলো এখন ঐ এলাকা ছেড়ে চলে যাচ্ছে- তবে, পরবর্তী দিনগুলোয় আরো ত্রাণ সহায়তা পৌঁছুবে।

বিদ্রোহিরা নিয়ন্ত্রনে রয়েছে মাদায়ায় এবং সরকার সমর্থক বাহিনী কয়েক মাস ধরেই ৪২ হাজার নগরবাসি অধ্যুষিত জনপদটি অবরুদ্ধ করে রেখেছে – শেষ দফায় খাদ্য সাহায্য শহরটিতে পৌঁচেছিলো সেই অক্টোবর মাসে।জাতিসংঘ এবং অন্যান্যেরা বলছে- মানুষ সেখানে মরেছে ক্ষূধার তাড়নায়- অভুক্ত অবস্থায়।

জাতিসংঘের মানবিক সহায়তা বিভাগীয় প্রধান স্টীফেন ও’ব্রায়ান বলেছেন- অবিলম্বে জরুরী ভিত্তিতে চিকিৎসার জন্যে স্থানান্তরিত না হতে পারলে মৃত্যুর করাল গ্রাসের শিকার হতে পারে চার শ’র মতো মানুষ।যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরী বলেছেন- মানবিকতার বিবেচনায় মাদায়ায় প্রবেশাধিকার দিতে সকল পক্ষের প্রতি জোর আবেদন জানাচ্ছে যুক্তরাষ্ট্র।জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত স্যাম্যান্থা পাওয়ার বলেছেন- মাদায়ায়, যাই ত্রাণ সামগ্রী পৌঁচুচ্ছে যথেস্ট নয় তা।

XS
SM
MD
LG