অ্যাকসেসিবিলিটি লিংক

আলেপ্পো ছাড়তে বাধ্য হচ্ছেন হাজার হাজার মানুষ


জাতি সংঘে নিয়োজিত সিরিয়ান দূত মঙ্গলবার আলেপ্পোর ভবিষ্যৎ ভয়ংকর আশংকা জনক বলে মন্তব্য করলেন এমন সময় যখন শহরটিতে জোর লড়াই চলছে এবং অসামরিক লোকজন আলেপ্পো ছেড়ে পালাতে চেষ্টা করছেন।

জাতি সংঘে নিয়োজিত সিরিয়ার দূত ষ্টেফান ডে মিসষ্টুরা ইউরোপিয়ান পার্লাম্যান্টে বক্তব্য দেওয়ার সময় বলেন, "এটা স্পষ্ট যে আমি অস্বীকার করতে পারব না যে, সেখান সামরিক শক্তিবৃদ্ধি জোরদার করা হচ্ছে এবং এটাও বলতে পারছি না আলেপ্পোর পূর্বাঞ্চলের অস্তিত্ব কতদিন থাকবে। সেখানে ক্রমাগত সামরিক স্থাপনা বৃদ্ধি করা হচ্ছে"। সিরিয়া সরকারের ক্রমাগত আক্রমণের ফলে প্রায় ১৬ হাজার মানুষ তাদের বাড়ী ঘড় ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে তার প্রেক্ষিতে এই সতর্কতা জারি করা হয়েছে এবং জাতি সংঘের মতে আরও হাজার হাজার মানুষ ঐ এলাকা ত্যাগ করেতে পারত। সহিংসতা জোরদার হওয়ার ফলে লোকজন একেবারে খালি হাতে পালাতে বাধ্য হচ্ছে।

জাতিসংঘের মানবাধিকার সংস্থার প্রধান ষ্টেফানি ও'ব্রায়েন এই পরিস্থিতিকে অত্যন্ত উদ্বেগজনক এবং ভয়ংকর বলে তিনি উল্লেখ করেন।

XS
SM
MD
LG