অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয়ার কামিশলী শহরে জোড়া বোমার বিস্ফোরণে কমসে কম ৩১ জনের প্রাণহানি


আজ বুধবার তুরস্ক সীমান্তের অদূরে, সিরিয়ার উত্তর পুর্বাঞ্চলবর্তী কামিশলী শহরে জোড়া বোমার বিস্ফোরণ ঘটে কমসে কম ৩১ জনের প্রাণহানি এবং কয়েক ডজন লোক জখম হয়েছে বলে একটি নজরদারি গোষ্ঠীর কাছ থেকে পাওয়া তথ্যে জানা গিয়েছে।

ভয়েস অফ এ্যামেরিকার কুর্দী সার্ভীসের সংবাদদাতা যানা ওমার জখমি লোকজনের মধ্যে রয়েছেন। তাঁর পরিবারের লোকজনও ওতে আহত হয়েছেন। ভয়েস অফ এ্যামেরিকার কুর্দী সার্ভীস থেকে জানানো হয়েছে ওমারের বসতবাড়ি ছিলো ঐ বিস্ফোরণ এলাকার কাছেই- বাড়ি ঘরদোর সবই একেবারে ধংস হয়ে গিয়েছে।

বৃটেন ভিত্তিক Syrian Observatory for Human Rights বলছে-ঐ দু’ই বিস্ফোরণের একটির নিশানা ছিলো,একটি সরকারী ভবন- যে ভবনে ছিলো কুর্দী প্রশাসনের আরক্ষা বাহিনীর সদর কার্যালয়- যে কার্যালয় থেকে কামিশলীর আশপাশের এলাকার নিয়ন্ত্রণ নজরদারী করা হতো।

ইসলামিক স্টেইট গোষ্ঠী তাদের আমা’ক বার্তা সংস্থা ওয়েবসাইটে প্রকাশিত বয়ান মারফত ঐ হামলার দায় দায়িত্ব দাবি করেছে- বলেছে,কুর্দীদের আরক্ষা বাহিনীই তাদের লক্ষ ছিলো।

আই এস, কুর্দী YPG militia-র বিরুদ্ধে লড়ছে এবং অতীতেও তারা ঐ একই এলাকায় , একই ধরনের আরো বহূ বোমা হামলা চালিয়েছে।

XS
SM
MD
LG