অ্যাকসেসিবিলিটি লিংক

আলেপ্পোতে রাতভর বিমান আক্রমণ


পর্যবেক্ষণ দলের মতে বিদ্রোহী নিয়ন্ত্রিত আলেপ্পোতে রাশিয়ার যুদ্ধ বিমানের সাহায্যে এবং সিরিয়া সরকার জোর বিমান হামলা চালায়। রাতের থেকে শুরু ঐ হামলা শুক্রবার সকাল পর্যন্ত চলতে থাকে।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের রিপোর্টে বলা হয়েছে, আলেপ্পোর পূর্বাঞ্চলে শুক্রবার সকাল পর্যন্ত ডজন খানেক বিমান হামলা হয়। সকালের মাঝামাঝি সময়ে বিমান আক্রমণ শেষ হবার পরেও শহরের উত্তর এবং দক্ষিণাঞ্চলে শেষ প্রান্তে লড়াই চলে। আলেপ্পোর সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী বিমান আক্রমণে হতাহত হয়েছেন বেশ কিছু মানুষ তবে সঠিক সংখ্যা জানা সম্ভব হয়নি। কিছু মানুষ এখনও ধ্বংস স্তূপেরে নীচে চাপা পরে আছেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরীর রাশিয়ার পরিরাষ্ট্র মন্ত্রী সার্গেয়ি লাভরভের সংগে নির্ধারিত বৈঠকে ঠিক একদিন আগে নতুন করে এই বিমান আক্রমণের ঘটনা ঘটল।

এই মাসের গোড়র দিকে ওয়াশিংটন এবং মস্কের মধ্যকার কূটনৈতিক আলোচনা বন্ধ হয়ে যাওয়ার পর এই দুই প্রতিনিধির এটাই প্রথম বৈঠক হবে।

XS
SM
MD
LG