অ্যাকসেসিবিলিটি লিংক

জাতিসংঘ বলেছে কয়েকটি ঘটনা সত্বেও সিরিয়ায়, অস্ত্র বিরতি বলবৎ রয়েছে


FILE - A convoy of humanitarian aid waits in front of the United Nations Relief and Works Agency (UNRWA) offices before making their way into the government besieged rebel-held towns of Madaya, al-Zabadani and al-Moadhamiya in the Damascus countryside, as
FILE - A convoy of humanitarian aid waits in front of the United Nations Relief and Works Agency (UNRWA) offices before making their way into the government besieged rebel-held towns of Madaya, al-Zabadani and al-Moadhamiya in the Damascus countryside, as

জাতিসংঘের মহাসচীব বান কি মুন সোমবার বলেছেন যে কয়েকটি ঘটনা সত্বেও সিরিয়ায়, তৃতীয় দিনের মতো অস্ত্র বিরতি মোটামুটি বলবৎ রয়েছে।

তিনি আরও বলেছেন বহু জাতি টাস্ক ফোর্স যারা অস্ত্র বিরতির উপর নজর রাখছে তারা নিশ্চিত করছে যে অস্ত্রবিরতি লঙ্ঘনের ধারা যেন ছড়িয়ে না পড়ে। লড়াই যে এখন থেমে আছে সেই পরিস্থিতি তাহলে অব্যাহত থাকবে।

ফরাসী পররাষ্ট্রমন্ত্রী জ্যা মার্ক এরো, বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায়, বিমান হামলার যে খবর পাওয়া গেছে তা নিয়ে আলোচনার জন্য, অবিলম্বে টাস্ক ফোর্সের বৈঠক ডেকেছেন।

শনিবার অস্ত্র বিরতি শুরু হয় এবং উভয় পক্ষ দাবী করেছে যে অস্ত্র বিরতি লঙ্ঘিত হয়েছে।

XS
SM
MD
LG