অ্যাকসেসিবিলিটি লিংক

পররাষ্ট্রমন্ত্রী জন কেরী বলেছেন–শান্তি আলোচনায় সিরিয়া যোগ দেবেই আশা করছেন তিনি


যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরী বলেছেন – দীর্ঘদিন যাবত প্রস্তাবিত শান্তি আলোচনায় সিরিয়া যোগ দেবেই আশা করছেন তিনি – যদিও সিরিয়া সরকারের কর্মকর্তারা বলছেন যে, প্রেসিডেন্ট বাশার আল আসাদকে গদি ছেড়ে সরে দাঁড়াতে হবে এটাই যদি শর্ত হয়, তাহলে নিষ্পত্তি আলোচনা হতে পারবে না। কেরী আজ মঙ্গলবার আবারো জোরের সঙ্গেই বলেছেন পোল্যান্ডের ওয়ারসতে এক সংবাদ সম্মেলনে, যে, সিরিয়া সংকটের সামরিক কোনো নিস্পত্তি নেই – বলেন, নিষ্পত্তি আলোচনার জন্যে সরকার ইতিমধ্যেই যে অঙ্গীকার ব্যক্ত করেছেন , তাতে তাঁরা অবিচল থাকবেন , সেটাই আশা তাঁর । কেরী বলেন – পরিপূর্ণ নির্বাহি কর্তৃত্বের এখতিয়ার থাকবে এবং সিরিয়ার জনগণকে দীর্ঘ মেয়াদ ভিত্তিক ভবিষ্যত নির্ধারণের সুযোগ করে দেবে এমনি এক অন্তর্বতীকালীন সরকার কায়েমে উভয় পক্ষই সম্মত হবে আলোচনার লক্ষ্য সেটাই। সোমবার সিরিয়ার রাষ্ট্র পরিচালিত সানা’ বার্তা সংস্থা পরিবেশিত খবরে তথ্য মন্ত্রী ওমরান আয যোহবির যে উক্তি উদ্ধৃত করা হয় তাতে তিনি বলেন – প্রেসিডেন্ট আসাদকে ক্ষমতা ত্যাগ করতে হবে, এ শর্তে শান্তি আলোচনায় অংশ নেবে না সরকার ।
সিরিয়ার বিরোধী পক্ষীয়দের পক্ষ থেকে জোরের সঙ্গে বলা হচ্ছে – মি: আসাদ হঠে যাবেন , পরিষ্কার ভাবে এটা না জানা পর্যন্ত নিষ্পত্তি আলোচনা হতে পারেনা । ইতিমধ্যে , জাতিসংঘ-আরব লীগ দূত লাঘদার ব্রাহিমী মঙ্গলবার সিরিয় শান্তি সম্মেলনের প্রস্তুতি নিয়ে আলোচনার জন্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশগুলোর কূটনীতিকদের সঙ্গে বৈঠকে বসছেন ।
XS
SM
MD
LG