অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয়া –গত সপ্তাহে ত্রেমেশে ভারী অসত্র ও বিমান ব্যবহারের কথা অস্বীকার করেছে


সিরিয়া –গত সপ্তাহে ত্রেমেশ অঞ্চলে বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষকালে সরকারী বাহিনী কর্তৃক ভারী অসত্র ও বিমান ব্যবহারের কথা অস্বীকার করেছে ।

সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন যে, ত্রেমেশে হানাহানি কোন গনহাত্যা ছিল না । তবে সশসত্র যোদ্ধাদের বিরুদ্ধে অভিযান চালানো হয় । তিনি বলনে, সেখানে সবচাইতে শক্তিশালী যে অসত্র ব্যবহার করা হয় তা হচ্ছে – রকেট পরিচালিত গ্রনেড । তিনি বলেন, বৃহষ্পতিবার ওই সংঘর্ষে দুজন অসামরিক লোকসহ ৩৯জন নিহত হয়। সক্রিয়বাদীরা বলছে ১৫০জন প্রান হারিয়েছে ।

জাতিসংঘের মুখপাত্রী সসান ঘোষনেহ্ বলেছেন, দৃশ্যতঃ ওই হামলার লক্ষ্য ছিল তমদর্শবিরোধী ও সেনাবাহিনীর দলছুট সদস্যরা । তিনি বলেন, ভারী অস্ত্র ব্যবহার করা হয় বলে ধারণা করা হচ্ছে এবং এ হচ্ছে সিরিয়া কর্তৃক জাতিসংঘ নিরাপত্তা বাহিনীর প্রস্তাবের লঙ্ঘন ।

XS
SM
MD
LG