অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয়া রাসায়নিক অস্ত্র কর্মসূচি বিনষ্ট করার সময়সীমা মেনে চলছে


সিরিয়ার রাসায়নিক অস্ত্র কর্মসূচি বিনষ্ট করার ব্যাপারে আন্তর্জাতিক নজরদারী সংগঠন বলছে যে ঐ সব অস্ত্র তৈরির জন্যে ব্যবহার করা সাজ সরঞ্জাম ধ্বংস করার ব্যাপারে দেশটি সময়সীমা মেনে চলছে।

The Organization for the Prohibition of Chemical Weapons বৃহস্পতিবার বলেছে যে তার পরিদর্শকরা এটা নিশ্চিত করেছেন সিরিয়া তার রাসায়নিক অস্ত্রের ঘোষিত এলাকায় সাজসরঞ্জামগুলো অকেজো করে দিয়েছে।

এ দিকে আজই অধিকার গোষ্ঠি অ্রামনেস্টি ইনটারন্যাশনাল একটি প্রতিবেদন প্রকাশ করেছে যাতে সিরিয়া প্রতিবেশি রাষ্ট্রগুলির , বিশেষত জর্দাদের প্রতি এই আহ্বান জানানো হয়েছে যে তাদের এটা নিশ্চিত করতে হবে যে শরনর্থিরা যেন অবাধে সে সব দেশে প্রবেশ করতে পারে এবং তাদের যেন জোর করে সিরিয়ায় পাঠিয়ে দেওয়া না হয়।
XS
SM
MD
LG