অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্র কুর্দী সেনাদের অস্ত্র দেবে


FILE - Fighters from the Democratic Forces of Syria take positions at the top of Mount Annan overlooking the Tishrin dam, after they captured it on Saturday from Islamic State militants, south of Kobani, Syria, Dec. 27, 2015.
FILE - Fighters from the Democratic Forces of Syria take positions at the top of Mount Annan overlooking the Tishrin dam, after they captured it on Saturday from Islamic State militants, south of Kobani, Syria, Dec. 27, 2015.

সিরীয় ডেমোক্রাটিক বাহিনীর কুর্দী সদস্যদের অস্ত্র দেওয়ার ব্যাপারে পেন্টাগনকে অনুমোদন দিয়েছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এতে, নেটোর মিত্র, তুরস্কের সঙ্গে, যুক্তরাষ্ট্রের নীতি অবস্থানে মতভেদ দেখা দিচ্ছে।

পেন্টাগনের প্রধান মুখপাত্র ডেনা হয়াইট মঙ্গলবার বলেছেন SDFএ কুর্দী যোদ্ধাদের সংখ্যা অর্ধেকের বেশি। সিরিয়ার রাকায় ইসলামিক স্টেট কে পরাজিত করাটা নিশ্চিত করার জন্য প্রয়োজন মত কুর্দী সেনাদের অস্ত্রে সজ্জিত করা হবে।

ইসলামিক স্টেটের বিরুদ্ধে যে সিরীয় কুর্দী বাহিনী লড়ছে তাদের সঙ্গে . Washingtonএর মৈত্রীর বিরোধিতা করে আঙ্কারা।

XS
SM
MD
LG