অ্যাকসেসিবিলিটি লিংক

ব্যর্থ হতে যাচ্ছে সিরিয়া শান্তি আলোচনা


সিরিয়ায় অন্তর্বর্তী সরকার গঠণের লক্ষ্য নিয়ে জিনিভায় শুরু হওয়া শান্তি আলোচনা ব্যর্থতায় পর্যবর্সিত হতে পারে বলে ধারনা করা হচ্ছে।

সিরিয়ার বিরোধী দলীয় নেতৃবৃন্দ, সরকারের পক্ষ থেকে দেয়া নীতিমালা, জিনিভা আলোচনার কাঠামোর বাইরে এবং তাতে দামেস্কের ক্ষমতা হস্তান্তরের ব্যপারে কোনো বিষয় নেই মন্তব্য করে, তা প্রত্যাখ্যান করেছেন।

সিরিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী ফায়সাল মেকদাদ বলেছেন সরকারপক্ষীয় আলোচকবৃন্দ, ক্ষমতা হস্তান্তর নয়, সন্ত্রাস দমন নিয়ে আলোচনায় প্রস্তুত। জানা গেছে জাতিসংঘ মনোনীত আলোচক লাখদার ব্রাহিমী এরপর বৈঠক ভেঙ্গে দিয়েছেন।

প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতা ছেড়ে দিতে হবে এবং অন্তর্বতীকালীন সরকার গঠন করতে হবে, এই দাবীতে অটল রয়েছেন বিরোধীরা। আর সরকার পক্ষ বলছেন প্রেসিডেন্ট আসাদের বিষয়টিই এই আলোচনায় আনতে চান না তারা।
XS
SM
MD
LG