অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয়া নির্ধারিত সময়ের মধ্যে রাসায়নিক অস্ত্র ধ্বংস করবে


Spain Syria Chemical Weapons
Spain Syria Chemical Weapons
সিরিয়া তার ঘোষণাকৃত রাসায়নিক অস্ত্র মজুদের ৮০ শতাংশ ধ্বংস করেছে বা সড়িয়ে ফেলেছে।

জাতিসংঘ এবং the Organization for the Prohibition of Chemical Weaponsএর এক যৌথ অভিযানের সমন্বয়কারী সিগ্রিদ কাগ, বলেছেন, রাসায়নিক অস্ত্র ধ্বংসের জন্যে OPCW সিরিয়াকে যে সময়সীমা নির্ধারণ করে দিয়েছে তার ভেতরেই সিরিয়া কাজটি করতে সক্ষম হবে। এই সময়সীমা অনুযায়ী এপ্রিলের ভেতর সকল রাসায়নিক অস্ত্র ধ্বংস করতে হবে।

গত বছর দামেস্কের আশেপাশে সারিন গ্যাসের আক্রমণে শত শত মানুষ মারা গেলে সিরিয়ার ওপর আন্তর্জাতিক চাপ বৃদ্ধি পায়। তারই প্রেক্ষিতে সিরিয়ার প্রেসিডেণ্ট বাশার আল আসাদ সিরিয়ার রাসায়নিক অস্ত্রের মজুদ ধ্বংস করতে রাজী হন।

ওয়াশিংটন এবং তার পশ্চিমা মিত্ররা, মিঃ আসাদকে ঐ গ্যাস ব্যবহারের জন্যে দায়ী করেছে। ওদিকে সিরিয় সরকার বলছে, বিদ্রোহীরা বিষাক্ত গ্যাস ব্যবহার করেছে।

গত চার বছর ধরে সিরিয়ায় গৃহযুদ্ধ চলছে।
XS
SM
MD
LG