অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয়ার কয়েকটি হামলা যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে গণ্য হতে পারে-অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল


আন্তর্জাতিক মানবাধিকার গোষ্ঠী অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তাদের নতুন এক রিপোর্টে বলছে- সিরিয়ার সরকারী বাহিনী ও বিরোধী পক্ষিয় লড়াকুরা দেশটির সবচেয়ে বড়ো শহর আলেপ্পোয় যেসব হামলা তত্পরতা চালিয়েছে, সেসবই যুদ্ধাপরাধ বা মানবতা বিরোধী অপরাধ রুপে পরিগণিত হতে পারে।আলেপ্পোয় বাস করেন এরকমের প্রায় এক শ’র মতো লোকের সঙ্গে কথা বলে প্রাপ্ত তথ্য-পরিসংখ্যানের ভিত্তিতে রচিত এ্যামনেস্টীর ঐ রিপোর্টে সামরিক যেসব অভিযানের বিবরণ তুলে ধরা হয়েছে তার ভেতরে রয়েছে বাজার এলাকা,মসজিদ,হাসপাতাল –শিক্ষালয়ের মতো স্থানে ব্যারেল বোমা নিক্ষেপ-এবং ঐধরনের অন্যান্য মারনাস্ত্রের ব্যবহার। রিপোর্টে বিদ্রোহিদের মর্টার হামলার কথাও উল্লেখ করা হয়েছে-দু’তরফেই অপহরণ ও বন্দীদের প্রতি অসদাচরনের ঘটনার বিবরণ রয়েছ – তবে এও বলা হয়েছে, যে,অধিকার লংঘনের বেশির ভাগই ঘটেছে সরকারী বাহিনীর তরফেই।

XS
SM
MD
LG