অ্যাকসেসিবিলিটি লিংক

রাশিয়া সামরিক উপস্থিতি কমাতে শুরু করেছে


সিরিয়ার থেকে রাশিয়া তাদের সামরিক উপস্থিতি কমাতে শুরু করেছে। সামরিক বাহিনীর প্রধান ভ্যালেরি গেরাসিমভ শুক্রবার জানিয়েছেন, “রাশিয়ার সশস্ত্র বাহিনীর সুপ্রিম কমান্ডার ভ্লাদিমির পুতিনের সিদ্ধান্তের প্রেক্ষিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সিরিয়ায় মোতায়েন করা তাদের সশস্ত্র বাহিনী হ্রাস করতে শুরু করেছে”।

গেরাসিমভ জানিয়েছেন, বিমান বহনকারী এডমিরাল কুটজনেটসোভ এবং বেশ কিছু জাহাজও প্রথম সিরিয়া ত্যাগ করবে। যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ার গৃহযুদ্ধ মস্কো সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদের প্রধান মিত্র।

গত মাসে রাশিয়া বাহিনী বিদ্রোহীদের প্রধান শক্ত ঘাঁটি আল্লেপ্পো থেকে তাদের হটিয়ে দেয়। সিরিয়ার ৫ বছর ধরে চলতে থাকা সহিংসতায় এটা ছিল সিরিয়া সরকারের সব চাইতে বড় বিজয়। মস্কো সরকারী বাহিনী এবং কিছু বিদ্রোহী দলের মধ্যে অস্ত্র বিরতি ঘোষণা করেছে।

XS
SM
MD
LG