অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয়ার আলেপ্পোয় ৩ লক্ষেরও বেশী মানুষ মানবিক সহায়তা থেকে বঞ্চিত হতে পারে


জতিসংঘ এক সতর্ক বার্তায় জানিয়েছে সিরিয়ার আলেপ্পো শহরের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় সরকার সমর্থিত বাহিনী সফল হলে সেখানে ৩ লক্ষেরও বেশী মানুষ মানবিক সহায়তা থেকে বঞ্চিত হবে।

আলেপ্পোর অবস্থা বর্ননা করে দেয়া এক বিবৃতিতে জাতিসংঘের তরফে বলা হয়েছে ইতিমধ্যেই আলেপ্পোর পূর্ব অংশ থেকে শুরু করে তুরস্কের সীমান্তের বাব আল সালেম পর্যন্ত নানা রকম সরবরাহ বন্ধ করে দেয়া হয়েছে। সরকার সমর্থিত বাহিনী আরেকটু এগুলে এক থেকে দেড় লাখ অসামরিক মানুষ শহর ছেড়ে পালাতে হবে।

বিশ্ব খাদ্য কর্মসূচী কর্তৃপক্ষ বলেছে আলেপ্পো থেকে আ’জাজে পালিয়ে আসা ২১ হাজার শরনার্থীকে মঙ্গলবার জরুরী খাদ্য সহায়তা দেয়া হয়েছে।

সরকার সমর্থিত বাহিনী গত এক সপ্তাহে আলেপ্পোয় বিদ্রোহীদের হঠাতে বিশেষ অভিযান শুরু করে। রাশিয়ার যুদ্ধ বিমান থেকে অব্যাহত রাখা হয়েছে বম্বিং। ফলে যুক্তরাষ্ট্র সমর্থিত বাহিনী ও বিদ্রোহীরা নিরাপদ আশ্রয়ের জন্যে বিভিন্ন টানেলে ঢুকে পড়েছে।

গত সপ্তাহে জিনিভায়, সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠা বিষয়ক আলোচনা, সিরিয়ার সরকার ও বিরোধী দলের মতদ্বৈততার কারনে সফল হয়নি।

XS
SM
MD
LG