অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয়া পরিস্থিতির বিশ্লেষণ


please wait
Embed

No media source currently available

0:00 0:05:25 0:00
সরাসরি লিংক

সিরিয়া সেনাবাহিনী লাগাতার আঘাত হেনে চলেছে উত্তরের আলেপ্পো শহরে বিদ্রোহি লড়াকূদের অবস্থানগুলোর ওপরে । গোলার আঘাত হানছে- হেলিকপ্টার গানশীপ দিয়ে আক্রমন চালাচ্ছে । বিশেষ দূতের পদ থেকে গত সপ্তাহে পদত্যাগের সময় কোফি আনান বিশ্ব শক্তিবর্গের বিরূপ সমালোচনায় দু’:খ করে বলেন – সমন্বিত উদ্যোগ ব্যতিরেকে সিরিয়া সম্যসার নিস্পত্তি হবার নয় । সিরিয়া মূলত: বিভিন্ন গোত্র-সম্প্রদায়-ধর্মগোষ্ঠী নিয়ে গড়ে ওঠা একটি দেশ । দেশটি বর্তমান পরিস্থিতিতে ভেঙ্গে খন্ড খন্ড হয়ে পড়বার আশংকা দেখা দিচ্ছে ।

ইতিমধ্যে ইরানের ৪৮ নাগরীককে শনিবার দামেস্ক থেকে অপহরণ করা হয়েছে । ইরান বলছে এরা তীর্থযাত্রি –সিরিয়ার বিদ্রোহি লড়াকূরা বলছে , এরা ইরানের রেভূলুশনারী গার্ড । ইরান এখন এদের মুক্তির জন্যে তদ্বির করছে বিদ্রোহি লড়াকূদের সমর্থক বলে মনে করা হয় এমন দু’ দেশ তুরস্ক ও কাতারকে । সিরিয়া ভেঙ্গে গেলে তাতে করে মধ্যপ্রাচ্যে ইরানের একমাত্র শিয়া পন্থী দেশ সিরিয়ার অনুপস্থিতিতে ইরান কমজোর হয়ে পড়তে পারে বলে বিশ্লেষকেরা মনে করে থাকেন । নিউ ইয়র্কের সংবাদ ভাস্যকার-বিশ্লেষক সৈয়দ মোহাম্মদউল্লাহর মতামত প্রতিফলিত হয়েছে এই সাক্ষাত্কারে ।
XS
SM
MD
LG